• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo
নেপালে ভূমিধস ও বন্যায় নিহত বেড়ে ১৯৩
ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে নেপাল। দেশটিতে প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। রোববারও বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত ১৯৩ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে আরও বহু মানুষ। এদিকে পাহাড় ধসের কারণে বন্ধ হয়ে গেছে অনেক রাস্তাঘাট। এতে আটকা পড়েছে বহু গাড়ি। যেগুলো উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল। বন্যার কারণে স্কুল-কলেজ তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয় পর্যায়ের পরীক্ষা। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ভারি বৃষ্টিপাতকে বন্যার কারণ হিসেবে দায়ী করছেন নেপালের আবহাওয়াবিদরা।   রাজধানী কাঠমান্ডু অর্ধশতাব্দীর মধ্যে এমন ভয়াবহ বন্যার মুখোমুখী হয়েছে বলে জানান গবেষকরা।    ওদিকে ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় বিহার রাজ্য। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও গাছপালা। নিরাপদ আশ্রয়ের জন্য বেগ পেতে হচ্ছে বাসিন্দাদের। স্থানীয় আবহাওয়া অফিস বলছে, আগামী কিছুদিন বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। আরটিভি/এআর
১৫ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপচালকের মৃত্যু 
লক্ষ্মীপুরে কাভার্ডভ্যান, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে শিবু চন্দ্র দে (৫৭) নামে এক ব্যক্তি মারা গেছেন।  সোমবার (২ সেপ্টেম্বর) সকালে দালাল বাজারের মাইলের মাথা এলাকায় লক্ষ্মীপুর-রায়পুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার। নিহত শিবু লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার শাঁখারীপাড়ার পুলিন বিহারী দে এর ছেলে। তিনি কহিনুর কেমিক্যাল কোম্পানির গাড়িচালক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। নিহত শিবু পিকআপভ্যানের চালক ছিলেন।  স্থানীয়রা জানান, ঘটনার সময় শিবু গাড়ি নিয়ে লক্ষ্মীপুর থেকে রায়পুরের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থল পৌঁছালে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। একইসঙ্গে দ্রুতগতির একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলও দুর্ঘটনার শিকার হয়। এতে শিবুসহ আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। শিবুকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে ওসি ইয়াছিন ফারুক মজুমদার বলেন, দালাল বাজারের মাইলের মাথা এলাকায় লক্ষ্মীপুর-রায়পুর সড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শিবু চন্দ্র দে নামে একজন মারা গেছেন। 
০২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৪

উত্তরায় নিহত আসিফ ছিলেন দেবহাটা উপজেলার ছাত্রলীগ কর্মী
রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে নিহত আসিফ হাসান (২২) ছি‌লেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার ছাত্রলী‌গের কর্মী। বুধবার (২৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী।   নিহত আসিফ দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামের মাহমুদ আলম গাজীর ছেলে। তিনি নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আলমগীর হোসেন সাহেব আলী বলেন, ‘নিহত আসিফ হাসান এলাকায় থাকাকালীন ছাত্রলীগের কর্মী ছিলেন। তার গোটা পরিবার আওয়ামী লীগের সমর্থক। ইউনিভার্সিটির বিরোধী দলীয় ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও অপর সহপাঠীদের চাপে বাধ্য হয়ে কোটা সংস্কার আন্দোলনে যেতে হচ্ছে বলে সম্প্রতি পরিবারকে ফোন করে জানিয়েছিলেন আসিফ হাসান। এমনকি বৃহস্পতিবার রাতে গ্রামের বাড়ি দেবহাটার আস্কারপুরে ফিরে আসতে চেয়েছিলেন তিনি। দুর্ভাগ্যবশত মা-বাবার কাছে ফিরে আসছেন লাশ হয়ে।’ আসিফ হাসানের মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে বলেও জানান ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী। উল্লেখ্য, গত ১৮ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ বাঁধে। এ সময় গু‌লি‌তে নিহত হন আসিফ হাসান।
২৪ জুলাই ২০২৪, ১৭:৩৩

নরসিংদীতে অটোরিকশায় গাড়ির ধাক্কা, নিহত ২ 
নরসিংদীর বেলাব উপজেলা অজ্ঞাত গাড়ির চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।  শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৬টায় বেলাব উপজেলার পুরাদিয়া-আগরপুর আঞ্চলিক সড়কের চর লতিফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ভাটিপাড়া এলাকার মৃত মোতালেব মিয়ার ছেলে মোস্তফা মিয়া (৫৭) ও একই গ্রামের মধ্যপাড়া এলাকার ছন্দু মিয়ার ছেলে মুরশিদ মিয়া (৪৫)। তাদের মধ্যে মোস্তফা মিয়া কৃষিশ্রমিক ও মুরশিদ মিয়া প্রবাসী ছিলেন। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুরের আগরপুর থেকে ওই সড়ক ধরে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে তিনজন যাত্রী বেলাব উপজেলার পুরাদিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। চর লতিফপুর এলাকায় পৌঁছার পরপরই একটি গাড়ি পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা সড়কে ছিটকে পড়ে ওই গাড়ির চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই মোস্তফা মিয়ার মৃত্যু হয়। আর মুরশিদ মিয়ার শরীর থেকে এক হাত বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনা ঘটিয়ে অজ্ঞাত গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুরশিদ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য দুজনকে পার্শ্ববর্তী কিশোরগঞ্জের বাজিতপুরের একটি হাসপাতালে পাঠান। খবর পেয়ে বেলাব থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম সকাল সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহত মোস্তফা মিয়ার নিথর মরদেহ উদ্ধার করেন।  এ সময় বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। অন্যদিকে ঢাকায় নেওয়ার পথে গাড়িতে মারা যান মুরশিদ মিয়া। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান। তিনি বলেন, মোস্তফা মিয়ার স্বজনেরা হাসপাতালে এসে লাশ শনাক্ত করেছেন। তারা বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর চাইছেন। এ দিকে একহাত বিচ্ছিন্ন হয়ে আরেকজন যাত্রীর আহত হওয়ার খবর শুনেছি, কিন্তু ঘটনাস্থলে গিয়ে আমরা তাকে পাইনি। স্থানীয় লোকজন আমাদের জানিয়েছেন, ওই ব্যক্তিকে ঢাকায় পাঠানো হয়েছে। তাঁর নাম-পরিচয়সহ সর্বশেষ পরিস্থিতি আমরা জানার চেষ্টা করছি।
১৬ মার্চ ২০২৪, ১৯:১৩

কুমিল্লায় মাছবাহী পিকআপ উল্টে নিহত ৪
কুমিল্লায় ইলিয়টগঞ্জে মাছবাহী পিকআপ উল্টে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন। মঙ্গলবার (১২ মার্চ) ভোর ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ইলিয়টগঞ্জের বেলারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাতক্ষীরার সদর থানা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম (২৩), ভোলার মনপুরা এলাকার মনির হোসেন (২৮), একই এলাকার হাবীবুর রহমান (৩২) এবং আক্তার হোসেন (৩৫)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম। ওসি মঞ্জুরুল বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় দাউদকান্দি অভিমুখে মাছ নিয়ে যাচ্ছিল একটি ট্রাক। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে চান্দিনার বারেশ্বর এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দিয়ে মাছবাহী ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই ট্রাকের নিচে পড়েই ৪ শ্রমিক নিহত হন। এ সময় আরও তিনজন আহত হন।  আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
১২ মার্চ ২০২৪, ১৪:০৫

নাটোরে অটোভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ৩
নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা ২ ভাইসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নে বামিহাল-দুর্গাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিংড়া উপজেলার বনকুড়াইল এলাকার মো. ছাত্তার হোসেনের স্ত্রী হোসনে আরা (৪৫) ও আব্দুল মোমিনের দুই ছেলে ইমরান (২২) এবং রাব্বী (১৮)। বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ওসি মো. আবুল কালাম। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অটোভ্যানে তিন যাত্রী বামিহাল যাচ্ছিলেন। এ সময় দুর্গাপুর আঞ্চলিক সড়কে অটোভ্যানটি ওঠার সময় দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ ৩ জন নিহত হন। একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ সময় স্থানীয়রা ট্রাকটি জব্দ করেন। পরে চালক এবং হেলপারকে ধরে পুলিশে সোপর্দ করে। সিংড়া থানার ওসি মো. আবুল কালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নিতে কাজ করা হচ্ছে।
১১ মার্চ ২০২৪, ১৬:৫৬

ময়মনসিংহে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
ময়মনসিংহের তারাকান্দায় প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন উপজেলার পঙ্গুয়াই এলাকার মোটরসাইকেল চালক সিরাজুল ইসলাম (৪০) ও অপরজন ধোবাউড়া উপজেলার মোশাররফ (২১)।  সিরাজুল ইসলাম ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। রোববার (১০ মার্চ) রাত সাড়ে ১১টায় তারাকান্দা-ধোবাউড়া সড়কের ডেওয়াতলা নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ওসি মো. ওয়াজেদ আলী। ওসি ওয়াজেদ আলী বলেন, উপজেলার পঙ্গুয়াই এলাকার সিরাজুল ইসলাম ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। রোববার রাতে দুজন যাত্রী নিয়ে ধোবাউড়ার দিকে যাচ্ছিলেন সিরাজুল ইসলাম। পথে তারাকান্দা-ধোবাউড়া সড়কের ডেওয়াতলা নয়াপাড়া এলাকায় যেতে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিরাজুল ও মোশাররফ মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরও এক যাত্রী। ওসি ওয়াজেদ আলী আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীকে হাসপাতালে পাঠিয়েছি। নিহত সিরাজুল ও মোশাররফের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১১ মার্চ ২০২৪, ০৪:১০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়